
ভস্ম বুধবার কী? | What is Ash Wednesday? | Bengali Explanation | Rev. Apurba Man | amc
॥ বিশ্লেষণ ॥
ভস্ম বুধবার (Ash Wednesday)
02/03/2022
#ভস্ম_বুধবার (#Ash_Wednesday) কী?
@এটা একটা বিশেষ দিন যা পশ্চিমের #ক্যাথলিক #খ্রীষ্টানরা (Western #Catholic #Christian) পালন করে থাকে। এই দেশেরও কিছু #খ্রীষ্ট #বিশ্বাসী ঐ দিন পালন করে থাকেন।
#বাইবেল কী বলে?
@'ভস্ম বুধবার' বা 'Ash Wednesday' - বলে বাইবেলে কিছু উল্লেখ নেই। বাইবেলের কোথাও এই দিন #পালন করার কথা লেখা নেই।
#পালনের উদ্দেশ্য কী?
@তবুও ক্যাথলিক খ্রীষ্টানরা এই দিনটিকে #পবিত্র হিসেবে '#উপবাস ও #প্রার্থনা' সহ পালন করে।
তারা মনে করে এই দিন হল #অনুতাপ বা #অনুশোচনার দিন। তাই তারা কপালে #ভস্ম(#ছাই) লাগায় আর এই কথা গুলো #স্মরণ করে -
1. “#ঈশ্বরের রাজ্য #সন্নিকট হইল; তোমরা #মন ফিরাও, ও #সুসমাচারে #বিশ্বাস কর।” (#মার্ক 1:15)
2. “কারণ তুমি তো #ধুলো, আর ধুলোতেই তুমি যাবে ফিরে।” (#আদিপুস্তক 3:19)
এবং
3. “কিন্তু, #সদাপ্রভু বলেন, এখনও তোমরা সমস্ত #অন্তঃকরণের সহিত, এবং উপবাস, #রোদন ও #বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইস। ...তোমরা #সিয়োনে #তূরী বাজাও, পবিত্র উপবাস #নিরূপণ কর, #পর্ব্বদিন ঘোষণা কর;” (#যোয়েল 2:12, 15)
@এই দিনটি #যীশুর পুনরুত্থান বা #ঈষ্টার_সানডে(#Easter_Sunday) -এর ছয় সপ্তাহ আগের #বুধবার পালন করা হয়। #ঈষ্টার #সানডে এর মোটামুটি 46 দিন আগের বুধবার।
#ইতিহাস কী?
@মনে করা হয় 590-604 খ্রীষ্টাব্দের কোনো এক সময়ে #রোমান #ক্যাথলিক #চার্চে