
ভস্ম বুধবার কী? | What is Ash Wednesday? | Bengali Explanation | Rev. Apurba Man | amc
॥ বিশ্লেষণ ॥
ভস্ম বুধবার (Ash Wednesday)
02/03/2022
#ভস্ম_বুধবার (#Ash_Wednesday) কী?
@এটা একটা বিশেষ দিন যা পশ্চিমের #ক্যাথলিক #খ্রীষ্টানরা (Western #Catholic #Christian) পালন করে থাকে। এই দেশেরও কিছু #খ্রীষ্ট #বিশ্বাসী ঐ দিন পালন করে থাকেন।
#বাইবেল কী বলে?
@'ভস্ম বুধবার' বা 'Ash Wednesday' - বলে বাইবেলে কিছু উল্লেখ নেই। বাইবেলের কোথাও এই দিন #পালন করার কথা লেখা নেই।
#পালনের উদ্দেশ্য কী?
@তবুও ক্যাথলিক খ্রীষ্টানরা এই দিনটিকে #পবিত্র হিসেবে '#উপবাস ও #প্রার্থনা' সহ পালন করে।
তারা মনে করে এই দিন হল #অনুতাপ বা #অনুশোচনার দিন। তাই তারা কপালে #ভস্ম(#ছাই) লাগায় আর এই কথা গুলো #স্মরণ করে -
1. “#ঈশ্বরের রাজ্য #সন্নিকট হইল; তোমরা #মন ফিরাও, ও #সুসমাচারে #বিশ্বাস কর।” (#মার্ক 1:15)
2. “কারণ তুমি তো #ধুলো, আর ধুলোতেই তুমি যাবে ফিরে।” (#আদিপুস্তক 3:19)
এবং
3. “কিন্তু, #সদাপ্রভু বলেন, এখনও তোমরা সমস্ত #অন্তঃকরণের সহিত, এবং উপবাস, #রোদন ও #বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইস। ...তোমরা #সিয়োনে #তূরী বাজাও, পবিত্র উপবাস #নিরূপণ কর, #পর্ব্বদিন ঘোষণা কর;” (#যোয়েল 2:12, 15)
@এই দিনটি #যীশুর পুনরুত্থান বা #ঈষ্টার_সানডে(#Easter_Sunday) -এর ছয় সপ্তাহ আগের #বুধবার পালন করা হয়। #ঈষ্টার #সানডে এর মোটামুটি 46 দিন আগের বুধবার।
#ইতিহাস কী?
@মনে করা হয় 590-604 খ্রীষ্টাব্দের কোনো এক সময়ে #রোমান #ক্যাথলিক #চার্চে এই ভস্ম বুধবার প্রথমবার পালন করা হয়।
যেমন -
1. যীশু 40 দিন #প্রান্তরে উপবাস প্রার্থনাতে সময় কাটিয়েছিলেন। (#মথি 4:2)
2. #মোশি 40 দিন #সিনয় #পর্বতে উপবাস করে ঈশ্বরের সাথে #বার্তালাপ করেছিলেন। (#যাত্রাপুস্তক 34:28)
3. #ইয়োব যেমন তার #দুর্দশার সময়ে #ধুলো ও ছাই-ভস্ম মেখে উপবাস সহ অনুতাপ করেছিলেন। (#ইয়োব 42:6)
ঠিক তেমনি #প্রাচীন ক্যাথলিক #খ্রীষ্টানরা ইষ্টার সানডের আগের ছয় সপ্তাহ(46 দিন) এক বিশেষ পর্ব পালন করেন। এই পর্বের নাম-#Lent, যা একটি উপবাস প্রার্থনা সহ #অনুতাপ/#অনুশোচনার পর্ব।
ভস্ম বুধবার হল ঐ পর্বের প্রথম দিন।
এই ভস্ম বুধবারে তারা ছাই বা ধুলো মেখে, অনুতাপ সহ উপবাস প্রার্থনা শুরু করে। এবং ঐ উপবাস প্রার্থনা চলে ইষ্টার সানডে পর্যন্ত।
(#বিশ্রামবার বাদে 40দিন)
#আমাদের পালন করা কি উচিৎ?
@যদিও বাইবেলে ভস্ম বুধবার বিষয়ে কিছু উল্লেখ নেই, তাই আপনি এই দিন #পালন করবেন কি না, সেটা সম্পুর্ণ আপনার #ব্যক্তিগত #ব্যাপার।
বিঃদ্রঃ
উপরের সমস্ত #বিষয়বস্তু আমার একান্ত ব্যক্তিগত মতামত। যদি কারো কোনো ভিন্ন #মতবাদ থাকে, তাহলে আমাকে #ক্ষমা করবেন ও #উপযুক্ত প্রমাণ সহ আমাকে #ভুল শুধরে নিতে #সাহায্য করবেন।
“#ঈশ্বর আপনাকে #ভালোবাসেন।”
ধন্যবাদ!!
___Rev. Apurba Man
:এখানে ভালোবাসার #উপহার পাঠান: :Send your Love #Gifts: UPI: amc@airtel https://bit.ly/supportamc
॥ Telegram ॥ নিচের দেওয়া লিঙ্কে #টেলিগ্রাম-এ আমাদের সাথে যুক্ত হোন ও ঈশ্বরের বাক্যে প্রতিদিন অনুপ্রাণিত এবং আশীর্বাদপ্রাপ্ত হোন: Join us on #Telegram at the given link below & be inspired & blessed daily in the Word of God: https://Telegram.me/amc99_org